একমাত্র কন্যার মেডিকেল এন্ড ডেন্টাল এডমিশন কোচিং চলছে রাজধানীর ফার্মগেইট এলাকার রেটিনা কোচিং সেন্টারে। মেডিকেল পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকী । আদরের এই সন্তান এসএসসি ও এইচএসসির রেজাল্ট খুবই ভালো । আগামী ১ এপ্রিল মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তি পরীক্ষা। তাই মেডিকেলে পড়ানোর খুবই সখ পিতা ও তার কন্যার । সপ্তাহে তিন দিন আদারের এই সন্তানকে নিজেই কোচিংয়ে নিয়ে যান পিতা সাধারণ ব্যবসায়ী । বাড়ি এই নগরীতেই ।
৭ মার্চ (সোমবার) সকাল ৬ টা ৩৪ মিনিটে ওই ব্যবসায়ী নাম প্রকাশ না করার অনুরোধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ”প্রতিদিন ভোরে এই সকালে বাড়ি থেকে বের হয়েই দেখি বন্ধন ও উৎসব পরিবহণসহ আরো অন্যান্য পরিবহণের যাত্রী তোলার প্রতিযোগিতা । নির্বিঘ্নে আমার এই ছোট্ট গাড়ি নিয়েও নগরীর এই শহর থেকে বের হবো তার উপায় থাকে না । নিম্নে ১০ থেকে ১৫ মিনিট পরিবহণ নৈরাজ্যের শিকার হতে হয় প্রতিনিয়ত্ঃ। কোন কথা বলা যায় না এদের এই নৈরাজ্যের কারণে । কি করবো ? কাকে বলবো ? পুলিশ দাড়িয়ে থাকে, প্রতিনিয়তঃ অটোসহ সিএনজি ও অন্যান্য পরিবহণ থেকে হাত পেতে নির্লজের মতো ১০ /২০ / ৫০ টাাকা নিতেও দেখি পুলিশকে । আর নগরীর গডফাদারদের দ্বারা নিয়ন্ত্রিত এই বন্ধন ও উৎসব সহ অন্যান্য পরিবহণ কি করে পুরো নগরীতে তা কারো অজানা নয় । কারা ও কোন চক্র এই ডায়মন্ড হল চত্বরসহ পুরো নগরী দখল করে নগরবাসীকে জিম্মি করে রেখেছে তা এই নগরবাসী কি না বুঝেন ? এভাবেই চলছে বছরের পর বছর । পরিবহণ সন্ত্রাসীদের এমন নৈরাজ্য বন্ধ করতে খোদ নগরীর কর্তা মেয়র সেলিনা হায়াৎ আইভী ৬ মার্চ রোববার সকালে নিজেই এই ২নং রেল গেইটে দাঁড়িয়ে থেকে অবৈধ এই স্ট্যান্ড উচ্ছেদ করতে অনুরোধ করেন পুলিশের দায়িত্বরকত কর্মকর্তাকে । কিন্তু কে শুনেন কার কথা । কার বার গোয়াল আর কে ই বা দেয় ধোঁয়া !”
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর এমন অনুরোধের পরও আইনশৃংখলা বাহিনীর কোন কার্যকরী পদক্ষেপ দেখা যায় নাই নগরীতে । পুরানো ভঙ্গিতে একই কায়দায় কয়েকজন পরিবহণ সন্ত্রাসী সোমবার ৭ মার্চ কাকডাকা ভোর থেকেই যাত্রী তোলার নামে পুরো সড়ক দখল করে এমন নৈরাজ্য করতে দেখা যায়। আর এই সময়ে আদরের সন্তানকে নিয়ে কোচিংয়ে যাবার পথে যানজটে জিম্মি হয়ে ডায়মন্ড চত্ত্বরে প্রতিবেদকের সাথে উপরেল্লিখিত ক্ষোভ প্রকাশ করে নিজের ছবি ও নাম প্রকাশ না করার অনুরোধ করেন পরিবহণ গডফাদারদের দৌড়াত্মের ভয়ে ।









Discussion about this post