নারায়ণগঞ্জ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের খসড়া চার্জশিট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা মহিলা সংস্থার সভানেত্রী ও এমপি একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি।
তিনি বলেন, খসড়া চার্জশিট বলে কোনও বিষয় রয়েছে কিনা আমি তা জানি না। অনুষ্ঠানে উপস্থিত বিচারক ও আইনজীবীরা তা ভালো বলতে পারবেন। তবে যারা খসড়া চার্জশিটের কথা বলেন, তারা নিজ স্বার্থ প্রতিষ্ঠিত করতে এসব কথা বলেন। অন্যায় কথা যেই বলুক সেটা অন্যায়। আমাদের কেউ বললেও তা অন্যায়। নারায়ণগঞ্জে যারা বারবার মিথ্যাচারকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, অন্যের চরিত্র হরণ করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
মঙ্গলবার (৮ মার্চ) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মহিলা আইনজীবীদের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশকে উন্নত দেশে পরিণত করতে লড়াই করে যাচ্ছেন। আমরা যদি তার পাশে না থাকি তাহলে হবে না। আমাদের তার পাশে থাকতে হবে। তার নেতৃত্বেই আমরা আগামীর বিশ্বে মাথা তুলে দাঁড়াবো।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান। এ সময় নারী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। দুদিন পরে শীতলক্ষ্যা নদীর তীরে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনার মামলার তদন্তকারী সংস্থা ২০১৪ সালে সংবাদ সম্মেলন করে খসড়া চার্জশিট দেখিয়ে হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে। এছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ভ্রমর ও লিটন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আর তাতে নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তবে র্যাবের দেওয়া খসড়া চার্জশিট নিয়ে সে সময় তেমন কোনও উচ্চবাচ্য না হলেও দীর্ঘ ৮ বছর পরে এ নিয়ে আপত্তি তুলেছেন প্রভাবশালী ওসমান পরিবারের কর্ণধার এমপি শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমান লিপি।









Discussion about this post