নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে দুই ভাইয়ের দুই ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। একটি ঝুটের গুদামে আগুন লাগার পর তা দ্রুত পাশে থাকা অপর ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে। ঝুটের গোডাউন দুটি ওই এলাকার লিটন মিয়া ও মাহবুবের। তারা দুজন আপন ভাই। প্রথমে লিটন মিয়ার ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই তার ভাই মাহবুবের গোডাউনেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান রুহুল আমিন।









Discussion about this post