নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর তানভীর ত্বকী হত্যার ঘটনায় এবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকে নিয়ে প্রশ্ন তুলেছেন ত্বকী মঞ্চের নেতারা।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত বিচার হীনতার প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জ জেলার বিচার বিভাগীয় শীর্ষস্থানে যারা বসে আছেন তাদেরকে রাজনীতিক অনুষ্ঠানে এসে ত্বকী হত্যার বিচারকে প্রশ্নবিদ্ধ না করার আহবান জানান।
শুক্রবার (১১ মার্চ) বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে ত্বকী হত্যার ৯ বছরে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম দয়িত্ব নিয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচরেকের কঠোর সমালোচনা করেন ।
তিনি বলেন, আমরা নয় বছর যাবৎ বিচার চাচ্ছি। কিন্তু একটি পক্ষ বলছে আমরা নাকি নাটক করছি। আমাদের সন্তানকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে আর আমরা নাকি নাটক করছি! ওই নাটকবাজরা যখন এই কথা বলে তখন দু:খ লাগে। যারা জেলার বিচার বিভাগীয় শীর্ষস্থানে যারা বসে আছেন তাদের সামনে যখন এ ধরণের প্রসঙ্গ তুলে ধরা হয় এবং তাদেরকে স্বাক্ষী মানা হয় এমনকি তাদের জিঞ্জাস করা হয় খসড়া চার্জশিট বলে কি কোনো চাজশিট আছে কিনা। তখন তারা মাথা নাড়ায় নাই ।
তিনি আরও বলেন, ত্বকী হত্যার ৫জন আসামি আদালতে হাজিরা দিচ্ছে। তাহলে এরা কারা ? তারা কিন্তু শীর্ষ বিচারকের আদালতে হাজিরা দিচ্ছে। যারা বিচার করবে তাদের সামনে রাজনীতিক নেতৃবৃন্দকে এভাবে যদি প্রশয় দেওয়া হয় তাহলে আইনের শাসন আর থাকবে না। তাই আপনারা এ সমস্ত অনুষ্ঠানে এসে ত্বকী হত্যার বিচারকে আপনারা প্রশ্নবিদ্ধ করনে না।
সবশেষে শামীম সমানকে উদ্দেশ্য করে মাসুম বলেন, আপনি যতো মিটিং আর মিটিং করেন, এ নারায়ণগঞ্জবাসীর মনে ত্বকী আছে। আপনি নাই, আপনি ঘৃনিত একটা নরকের জীব।
উল্লেখ্য, ৮ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মহিলা আইনজীবীদের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি । এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান।
আর এই অনুষ্ঠানে শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি চাঞ্চল্যকর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের খসড়া চার্জশিট নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্যকালে বলেন, “খসড়া চার্জশিট বলে কোনও বিষয় রয়েছে কিনা আমি তা জানি না। অনুষ্ঠানে উপস্থিত বিচারক ও আইনজীবীরা তা ভালো বলতে পারবেন।”
এমন অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক জেরা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের উপস্থিতি নিয়ে নারায়ণগঞ্জে গত কয়েকদিন যাবৎ মিশ্র প্রতিক্রিয়ার পর এবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক অ্যাড. মাহাবুবুর রহমান মাসুম বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ না করার আহবান জানান ।









Discussion about this post