‘কোন এক রাজাকারের ছেলে নাটক করছে বাড়ির সামনে পটকা ফুটাইয়া। এই সমস্ত লোকেরা আমার বিরুদ্ধে নাকি যা তা বলছে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞাস করলো, আপনি কিছু বলবেন না ? আমি বললাম, আমি তো শুনিই নাই। বলব কী ! রাস্তা দিয়া হাঁটার সময় মহল্লার কিছু ন্যাড়ি কুত্তা যদি ঘেউ ঘেউ করে। আমি তো কুকুর না আমি তো মানুষ। আমি কি তারে কামড় দিতে পারি ?’
শনিবার (১২ মার্চ) বিকেলে বন্দরের খানবাড়ি মোড়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এভাবেই সাম্প্রতিক সময়ের নানা আলোচনা ও দৈনিক খবরের পাতা’ পত্রিকার সম্পাদক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমানের বাড়ির সামনে বিস্ফোরণের ঘটনার বিষয়ে এমন মন্তব্য করেছেন সংসদ সদস্য শামীম ওসমান।
এ সময় শামীম ওসমান বলেন, ‘কোনখানকার কোন মানুষ কে একজন কী বলল, এই চিন্তা যদি আমার করতে হয় ? এই চিন্তা করবে তো ছাত্রলীগের ওয়ার্ড কমিটি ৷ আমি যদি গোনায় ধরি, তারা চাচ্ছে আমরা গোনায় ধরি । এই কারণে বারবার উল্টাপাল্টা গালাগালি করে । গালাগালি করেন আমার কোনো আপত্তি নাই। আপনাদের পাপ বাড়বে, আমার কমবে ৷ তবে যদি মনে করেন এগুলি করে আমাদের ব্যাতিব্যস্ত করে দিবেন আর যিনি পিছন থেকে মক্ষীরাণী হিসেবে খেলছেন বা খেলাচ্ছেন, যারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য পথ প্রস্তুত করে, যারা অন্যদেশে বৃষ্টি হলে এই দেশে ছাতা ধরে তাদেরকে নিয়ে এসে আপনারা বক্তব্য দিয়ে ভাববেন নারায়ণগঞ্জকে দুর্বল করে দিবেন। আমি মনে করি তা না।’
তিনি বলেন, ‘যারা খেলছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিরুদ্ধে আমাদের পুরুষরা মাঠে নামবে না। আপনাদের দেখার জন্য নারীরাই যথেষ্ট।‘









Discussion about this post