নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে নেয়া তিতাসের আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে এলাকাবাসীর সাথে তিতাস কর্তৃপক্ষ ও পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এসময় বিক্ষুব্দ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে ও ১০/১২ টি গাড়ী ভাংচুর করে।
রবিবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এসব ঘটনা ঘটে।
নানায়ণগঞ্জ-সোনারগাঁও তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন (জোবিঅ) এর আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোঃ সুরুজ আলম জানান, রূপগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কিছু কতিপয় অসাধু ব্যক্তি ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে আবাসিক ও বিভিন্ন প্রতিষ্টানে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছে। বিগত কিছুদিন ধরে বিভিন্ন এলাকায় তিতাস কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহায়তায় এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে আসছেন। এর ধারাবাহিকতায় ৭ দিনের কর্মসূচি ঘোষনা করে তিতাস।
প্রথমদিন রবিবার উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় তিতাস কর্তৃপক্ষ উপজেলা সহাকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে বিপুল পরিমান পুলিশ নিয়ে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আসে। এসময় একটি চায়ের দোকানে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১ হাজার টাকা জরিমানা করলে এলাকাবাসী উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাধা প্রদান করে।
এসময় পুলিশের সাথে এলাকাবাসী ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষুব্দ এলাকাবাসী এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে ১০/১২ টি গাড়ী ভাংচুর করে। পরে তিতাস কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় ৩ হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করে। এ ঘটনায় তিতাসের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান সুরুজ আলম।
এদিকে সড়ক অবরোধের কারনে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে দুরপাল্লার যাত্রী সাধারন ও চালকরা।
এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, রবিবার দুপুরের তিতাস কর্তৃপক্ষ কালাদী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসী চড়াও হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সড়কে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি ।









Discussion about this post