নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় লিংক রোডের নব নির্মিত ড্রেন থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত ১২টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় ড্রেন থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লিংক রোডের নবনির্মিত ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি বিকৃত হয়ে যাওয়ায় কিছুই বোঝা যাচ্ছে না। তবে এটি একটি নারীর লাশ বলে শনাক্ত করা গেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ড্রেনটির গভিরতা প্রায় ৮ ফুট। ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে থেকে লাশটি এখানে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।








Discussion about this post