এর পূর্বেও বিএনপি সরকারের শাসনামলে নারায়ণগঞ্জ সিভিল সার্জানের গাড়ী ব্যবহার করে বর্তমানে ৩শ শয্যা হাসপাতালের ড্রাইভার আবু বক্কর সিদ্দিক এ্যাম্বুলেন্সের ভিতরে লাশের আদলে কফিন তৈরী করে ফেনসিডিল বহণকালে সোনারগাঁ থানায় গ্রেফতার হয়েছিলো । পরবর্তীতে ফের এই আবু বক্কর সিদ্দিকের মালিকানাধীন এ্যাম্বুলেন্সে অনুরূপ কফিন তৈরী করে মাদক বহণকালে রাজধানীতে মগবাজার এলাকায় আটক হলেও এখনো বহাল তবিয়্যতে অপরাধ সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে অপরাধ সাম্রাজ্য ।
৩শ শয্যা হাসপাতালের ড্রাইভার আবু বক্কর সিদ্দিকের মতোই শাহিন ক্লিনিকের নামে মাসুদ করিমের এ্যাম্বুলেন্সে মাদক বহণকালে আটক হলেও এই চক্র এখনো চালিয়ে যাচ্ছে অপকর্ম । মহাধূর্ত এই চক্রের বিষয়েও কঠোর নজরদারীর দাবী উটেছে জোড়েশোরে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
এসময় ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়।
রবিবার (২০ মার্চ) রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বরপা এলাকায় এ ঘটনা।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারি সোহেল স্বীকার করে, আইন শৃঙ্খলাবাহীনির চোখের আড়াল করতে বিশেষ কৌশল হিসেবে এ্যাম্বুলেন্স যোগে নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








Discussion about this post