আনুষ্ঠানিকভাবে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিদায় অনুষ্ঠান ছাড়াও জেলা পুলিশ সুপার জাহেদুল আলম ছাড়াও প্রশাসন ও জেলা আদালতের সকল কর্মকর্তা কর্মচারীরা জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমান কে পৃথক পৃথক পৃথকভাবে বিদায় শুভেচ্ছা জানায়
রায়ণগঞ্জ জেলা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বদলী জনিত কারণে বিদায়ী অনুষ্ঠানে শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয়ে চোখে অশ্রু নিয়ে বলেন, আপনারা সবাই আমার ভাই-বন্ধু, সবচেয়ে আমার ভালো সময় কেটেছে এখানে।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে ডিজিটাল বার ভবনের নিচ তলায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে আনিসুর রহমানের চোখে অশ্রু চলে আসে পরে তিনি বক্তব্য দেওয়া থামিয়ে বসে পড়েন।
তিনি বলেন, আমি নারায়ণগঞ্জে এসেছি চার বছর চার মাস আগে। নারায়ণগঞ্জে সবচেয়ে আমার ভালো সময় কেটেছে। আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সব সময় আমি মনে রাখবো। আপনারা সবাই আমার বন্ধু ও ভাই-বোনের মতো। আপনারা আমার কর্মে-কাজে কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন।
তিনি আরও বলেন, বিদায় এবং বিচ্ছেদ দুটি কষ্টের। এখানে অনেক কষ্ট থাকে। সুখ ইচ্ছে করলে সৃষ্টি করা যায় না। নিজেকেই সৃষ্টি করে নিতে হয়। আমি কোর্টে উঠে সব সময় আপনাদের মামলা আর চেহারা দেখেছি। আমি সেখানে কে জুনিয়র ও কে সিনিয়র সেটা দেখেনি। আমি যেখানে যাই আপনারা আমার জন্য আমার জন্য দোয়া করবেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা আইনজীবী সমিতি। সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল। সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম রনি।
বক্তব্য রাখেন দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সাবিনা ইয়াসমিন, পিপি মনিরুজ্জামান বুলবুল, জিপি মেরিনা বেগম, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বারের সাবেক নেতা খোকন সাহা, সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন, বারের সাবেক সভাপতি মুহাম্মদ মহসীন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি আবদুল বারী ভূইয়া, এড. আবদুর রশিদ ভূইয়া সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা।









Discussion about this post