এবারই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশীপুরে অনুষ্ঠিত হবে সার্বজনীন মিলন উৎসব।
আগামীকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল আড়াইটা হতে রাত ১১ টা পর্যন্ত কাশীপুর হাটখোলা মাঠে এই মিলন উৎসব আয়োজন করা হবে। প্রধান অতিথি হিসেবে থাকবেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
কাশীপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই মিলন উৎসবে থাকবে বিভিন্ন আয়োজন, যেমন: খেলাধুলা, শিশু বিনোদন, তথ্যচিত্র প্রদর্শনী, মিলনমেলা, ফটোগ্রাফি, গুণীজন সম্মাননা (মুক্তিযুদ্ধ, সমাজসেবা ও শিক্ষা-মানবসম্পদ উন্নয়ন), নবনির্বাচিত জনপ্রতিনিধি পরিচিতি, স্মৃতিচারণ, অভিজ্ঞতা বিনিময়, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।
এছাড়া দেশের বিশিষ্ট পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত, বরেণ্য লেখক, নাট্যকার ও সাংবাদিক জনাব আনিসুল হক, এবং খ্যাতিমান শিশুসাহিত্যিক জনাব সুজন বড়ুয়া উক্ত অনুষ্ঠানে ‘উৎসব বক্তা (প্রি-রেকর্ডেড ভিডিও)’ হিসেবে যুক্ত হয়ে বিশেষ সামাজিকবার্তা প্রদান করবেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও দেশের প্রকৌশল শিক্ষা-গবেষণা’র শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার উৎসব ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
মিলন উৎসব কমিটি আহ্বায়ক বুয়েটের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবালসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।









Discussion about this post