নারাযণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসার ছাত্রকে (১৩) বলৎকারের অভিযোগে ইসহাক (২৭) নামের মাদ্রাসা শিক্ষক কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ইসহাক পশ্চিম নন্দলালপুর বাইতুন নুর জামে মসজিদের অস্থায়ী ইমাম ও জান্নাতুল উম্মা মডেল মাদ্রাসার শিক্ষক।
বলৎকারের ঘটনায় ছাত্রটির বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন ।
রেববার (২০ মার্চ) সকাল সাতটার দিকে বাদীর পুত্র আরবী পড়তে যায় সকাল দশটার দিকে ছুটি হয়। এসময় গ্রেফতারকৃত শিক্ষক ইসহাক বাদীর পুত্রকে কম্পিউটারে কার্টুন দেখানোর কথা বলে কৌশলে বলৎকার করে। সোমবার সকালেও ছুটির পর একইভাবে বাদীর পুত্রকে ইশারা দিলে তার এক সহযোগি দেখে কারণ জানতে চাইলে ঘটনা খুলে বলে। গ্রেফতারকৃত ইসহাক কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মহেশখালীয়া পাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক কে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে ।









Discussion about this post