নারায়ণগঞ্জের বন্দরে ফারুক হোসেন ওরফে বাপ্পান (২৫) নামে ক্যান্সার আক্রান্ত এক রোগী আত্মহত্যা করেছেন।
শুক্রবার ভোরে বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া আশরাফুল আলম অপুর ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি- চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে বাপ্পান আত্মহত্যা করেছেন।
বাপ্পান নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে লেখাপড়া করতেন। তিনি বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার দিনমজুর হাবিবুর রহমানের ছেলে।
পরিবার জানিয়েছে, বাপ্পান দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য কয়েকবার নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি হন। কিন্তু করোনা মহামারির কারণে হাসপাতালটিকে কোভিড ডেডিকেটেড ঘোষণা করায় তাকে বাসায় ফিরে আসতে হয়।
এরপর থেকে অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছিল না তার পরিবার।
বৃহস্পতিবার গভীর রাতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বাপ্পান। খবর পেয়ে পুলিশ শুক্রবার ভোরে তার লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে ।









Discussion about this post