‘আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন সত্য বলা পাপ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পাপ। এখন যারা নানা অপকর্মে জড়িত তারা ক্ষমতাসীন লোক হওয়ার কারণে পার পেয়ে যান, তাদের কিছুই হয় না।’
এভাবেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা তো নিরপেক্ষ থাকেন। পুলিশ, প্রশাসন, ডিসি, এসপি এরা তো রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না। আমরা-আপনারা যে ট্যাক্স দিই সেই টাকায় উনাদের বেতন হয়; তবে তারা সেটা মনে করেন না। তারা মনে করেন গোটা বাংলাদেশ শেখ হাসিনার রাজত্ব। তারা মনে করেন, তাদের বেতন শেখ হাসিনা তার নিজস্ব তহবিল, জমিদারি থেকে দেন।’
রিজভী বলেন, ‘কোনো ভদ্রলোকের সন্তান এ ধরনের কথা বলতে পারেন না। আজ যদি একজন পুলিশ কমিশনার, আইজিপির বক্তব্য ওবায়দুল কাদের আর হাছান মাহমুদের মতো হয় তাহলে জনগণের নিরাপত্তা কী?’
তিনি আরও বলেন, ‘আজ যদি ছাত্রদল-যুবদল মিছিল বের করে আর শেখ হাসিনা যদি বলেন ওদের দিকে বন্দুক তাক করে গুলি করে দাও তাহলে তো তারা তাই করবেন। কারণ তারা মনে করেন শেখ হাসিনার চাকরি করেন, প্রজাতন্ত্রের চাকরি করেন মনে করেন না।’









Discussion about this post