আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর বিশনন্দী ফেরী ঘাট এলাকায় রাতের আধারে অবৈধ ভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন কালে ৪ জনকে গ্রেফতার করেছে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ। আটক করা হয়েছে ব্যবহৃত ড্রেজার ও একটি বাল্কহেড ।
মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটার পর খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার বাদী হয়ে থানায় মামলা রজু করেন। বিশনন্দী ফেরী ঘাটের ইজারাদার মাহাবুব হোসেনসহ ৬ জনের নামে।
জানা গেছে, বিশনন্দী ফেরীঘাটের ইজারাদার মাহাবুব হোসেন কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন বকুল ড্রেজার দ্বারা প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। তাদের এ কাজে বাধা দিলেই প্রভাবশালী মাহাবুব হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানা ভাবে হুমকী ধমকী প্রদর্শণ করে। তার এ বালু উত্তোলনের ফলে হুমকীর মুখে পড়েছে মাত্র ২০০ গজ দূরে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট (বারটান) নামে একটি মেগা প্রকল্প।
খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলা অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে ৪ জনকে গ্রেফতার ও উল্লেখিত মালামাল ও যন্ত্রপাতি আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মাসুদ হাওলাদার, রফিক হাওলাদার,জাকির হোসেন ও তরিকুল ইসলাম। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মায়ের দোয়া নামে একটি লোডিং ড্রেজার ও জাবেলা নূর নামে একটি বাল্কহেড ।
এ সময় অভিযুক্ত মাহাবুব হোসেন ও মকবুল হোসেন বকুল কৌশলে পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্ত বকুল জানান, আমি বালু উত্তোলনের সাথে জড়িত নই মাহাবুব আমার বাল্কহেড ভাড়া নিয়েছে।
গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার দিবাগতরাত ১২ টায় গ্রেফতার করা হলেও প্রায় ৩৪ ঘন্টা আটক রেখে বৃহষ্পতিবার সকাল ১০টায় তাদের আদালতে চালান করা হয়।
এ ব্যপারে খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোশের্দ জানান, আসামীদের নাম ঠিকানা যাচাই বাছাই, মামলার এজাহার লিখা এবং তাদের দিয়ে পলাতক আসামীদের গ্রেফতারের অভিযানের কারনে বৃহস্পতিবার তাদের কোর্টে চালান দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পলাতক আসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে।









Discussion about this post