কৌশলে ৯৯৯ এ ফোন দিয়ে হাকারদের গণপিটুনী থেকে রক্ষা পেলেন পারভীন আক্তার তুলি নামের এক নারী । ঘটনাটি ঘটেছে শনিবার (২ এপ্রিল) রাত ১০ টায় নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকার ফুটপাতে।
৯৯৯ এ ফোন পেয়ে দারোগা নজরুল ছুটে এসে হামলার শিকার পারভীন আক্তার তুলিকে উদ্ধার করে। কয়েকজন হামলাকারী হকারদের আটক করলেও দ্রুত হকারদের অনেকেই ওই নারীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে এবং জরিমানা দিয়ে আটকাবস্থা থেকে মুক্তি পায় ।
হকারদের কয়েকজন এ সময় দারোগা নজরুলকে জানায়, এই নারী প্রতিটি হকারদের দোকানে অনেক পন্য দেখে তা না কিনে চলে যাওয়ায় কোন কোন দোকানী এই নারীকে আর পন্য দেখাবে না বলে জানালে ক্ষিপ্ত হয়ে উঠেন এই নারী ও তার সাথে থাকা কয়েকজন । এরপরে উত্তেজনা ও গালিগালাজ করতে থাকে ওই নারী। এক পর্যায়ে হকার সাইদুলের দোকানের কর্মচারী ও তার সাথের কয়েকজন হকার হামলা করেন এই নারীর উপর । হামলার কারণে নারীর নাকের হীরার নাকফুল হারিয়ে যায় ।
নিজেকে সে মহিলা আওয়ামীলীগের নেত্রী, আবার নিজেকে সাংবাদিক হিসেবেও পরিচয় দিলেও কোন পত্রিকায় কাজ করেন তা জানাতে অস্বীকার করেন তিনি । সে সাংবাদিক বললেও তার সাথে থাকা অন্য এক নারী বলেন না সে সাংবাদিক না । হকারদের হামলার শিকার পারভীন আক্তার তুলির বাড়ি ফতুল্লা থানা এলাকার মাসদাইর তালা ফ্যাক্টরী এলাকায় বলে জানালে তার আচরণ ছিলো অসংলগ্ন ।
৯৯৯ এ ফোন দেয়ার কারণে পুলিশ আটক করা হকারদের না ছাড়ায় ওই মহিলার দাবীকৃত হীরার নাকের ফুল মারামারির কারণে হারিয়ে যাওয়ার অভিয়োগ করায় তার নাকের ফুলের মূল্য পরিশোধ করে ঘটনা তাৎক্ষনিক মীমাংশা করেন দারোগা নজরুল ।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানার দারোগা নজরুল তাৎক্ষনিকভাবে জানান, যেহেতু এই নারী থানায় কোন অভিযোগ দায়ের করবেন না এবং মারামারির ঘটনা মীমাংশা করেছেন তাই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে ওই নারীর মোবাইল নাম্বার রেখে ওই নারীর বক্তব্য ভিডিও রেকর্ড করে তা মীমাংশা করা হয়েছে ।









Discussion about this post