নারায়ণগঞ্জ শহরের মন্ডল পাড়া পুরাতন জীমখানা এলাকায় দীর্ঘদিন যাবৎ বিরামহীনভাবে অটো স্ট্যান্ডে চাঁদাবাজির পর এবার র্যাব চালিয়েছে অভিযান । এ সময় মো. আল আমিন (৩৮) নামে চাঁদাবাজ চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
বুধবার (৪ এপ্রিল) র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃত মো. আল আমিন কুমিল্লা জেলার ভাংগুরা বাজার থানার মালাই ভাংগুরা গ্রামের মো. আঃ মালেকের ছেলে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে র্যাব।
নগরীর সিটি করপোরেশন, আইনশৃংখলা বাহিনীর অসংখ্য সংস্থার কর্মকর্তা, ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের নাকের ডগায় এমন প্রকাশ্য চাঁদাবাজির নেপথ্যে একটি রাজনৈতিক সন্ত্রাসী পরিবার সরাসরি প্রতিদিন এই অবৈধ অটো স্ট্যান্ড থেকে কুড়ি (২০) হাজার টাকা গ্রহণ করায় কোনভাবেই থামানো যায় নাই এই অপরাধ কর্মযজ্ঞ। চাঁদাবাজ আল আমিন সবোচ্চ এক হাজার টাকার শ্রমিক হিসেবে ওই চাঁদাবাজ পরিবারের হয়ে কাজ করে মাত্র। আর তাকেই গ্রেফতার করেছে র্যাব । এই আল আমিন কারাগারে থাকলেও চাঁদাবাজি কি বন্ধ হবে ? এমন মন্তব্য করে মন্ডলপাড়ার অনেকেই র্যাবের সামনেই অভিযোগ তুলেছেন ।









Discussion about this post