জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের মামলায় সোনারগাঁয়ের আলোচিত জি কে শামীমের মা আয়েশা আক্তারের জামিন দেননি হাইকোর্ট । জামিন আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করেছেন আদালত।
মঙ্গলবার (৪ এপ্রিল) এ বিষয়ে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আদালতে আজ (মঙ্গলবার) জি কে শামীমের মা আয়েশা আক্তারের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও মোহাম্মদ আল মামুন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। দুদকের পক্ষে আইনজীবী একেএম ফজলুল হক।
২০২১ সালের ২৯ নভেম্বর আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
আত্মসমর্পণের পর গত ২৫ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান । এরপর ওই আদেশের বিরুদ্ধে আয়েশা আক্তার জামিন আবেদন করেন হাইকোর্টে। এর আগে ২০২১ সালের নভেম্বরে জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া চার্জশিট আমলে নেন আদালত তখন পলাতক থাকায় আয়েশা আক্তারের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় -১ এর উপ – পরিচালক মো . সালাহ উদ্দিন এই মামলা করেন।
মামলায় জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অবৈধ উপায়ে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ভোগ দখলে রাখার অভিযোগ আনা হয় ।








Discussion about this post