‘ব়্যাব যখন অভিযোগপত্রে ওসমান পরিবারের লোকসহ এগারোজনের কথা উল্লেখ করলো তখন থেকে ত্বকী হত্যার বিচার বন্ধ হয়ে গেল ৷ দেশে বিচার ব্যবস্থা ঠিক থাকলে এতদিন অপেক্ষা করতে হতো না ৷’
এভাবেই বিচার ব্যবস্থার সমালোচনা করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফির রাব্বি বিচারহীনতার ১০৯ মাস উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারে আলোক প্রজ্বালন কর্মসূচিতে এমন মন্তব্য করেছেন ।
তিনি আরও বলেন, ‘দেশে বিচার ব্যবস্থার স্বাধীনতা নেই, মানুষের বাকস্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার ভূলন্ঠিত৷ এসব করে সরকার মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে৷ এতে করে ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশ, আমলাদের উপর নির্ভরশীল হয়েছে৷ নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করছেন ৷ সরকারি সংস্থাগুলোকে বিতর্কিত করছেন৷ এগুলো আমাদের দেশের জন্য গৌরবের নয়৷ এভাবে চলে না৷ ’
ত্বকী, আশিক, চঞ্চল, ভুলু, সাগর-রুনিসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করে তিনি বলেন, ‘দলীয় অপরাধীদের বিচার করা যাবে না, এমন জঘন্য, ন্যাক্কারজনক অবস্থান থেকে সরে আসতে হবে৷ সরে না আসলে বাধ্য করা হবে এবং ক্ষমতা থেকে সরতে হবে৷ আইন, বিচার, আদালতকে নিজস্ব স্বাধীন গতিতে চলার পথ তৈরি করুন৷’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে সংগঠনের সহসভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, চারণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি প্রদীপ সরকার, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন প্রমুখ৷ সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ৷









Discussion about this post