নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালকে গলা কেটে হত্যার ঘটনায় খামার মালিক শফিকুল ইসলাম আপেলসহ তিনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে নিহত কাঞ্চনের ছোট ভাই সেকান্দার বাদী হয়ে রুপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এর আগে, পুলিশ রবিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকা থেকে কাঞ্চনের গলা কাটা লাশ উদ্ধার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বড় ভাই কাঞ্চন বরপা এলাকায় শফিকুল ইসলাম আপেলের গরুর খামারে কাজ করে আসছিল। রবিবার সকালে ছোট ভাই সেকান্দার ও তার পরিবারের সদস্যরা জানতে পারেন কে বা কারা যেন কাঞ্চনকে গলা ও পেট কেটে হত্যা করেছে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তবে পরিবারের সদস্যরা খোঁজ খবর নিয়ে জানতে পারেন খামারের মালিক শফিকুল ইসলাম আপেল, আশফাক, ইসতিয়াকসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে গরুর খামারের পাশে রাখাল কাঞ্চনকে গলা কেটে ও পেটের নাড়িভূড়ি বের করে নৃশংসভাবে হত্যা করেছে। কিন্তু কাঞ্চনের পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কাউকেই দেখতে পাননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় নিহত কাঞ্চনের ছোট ভাই বাদী মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।









Discussion about this post