নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমানের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন মুখে শেষ পর্যন্ত ওহায়েদ সাদত বাবুকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ ।
বুধবার ১৩ এপ্রিল রাত ১১ টায় চাষাড়াস্থ বালুর মাট এলাকার নিজ বাসভবন থেকে বাবুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ইন্সপেক্টর আজিজ হাওলাদার ।
ঘটনার পর মধ্য রাত ১১ টা ৪৮ মিনিটে বাবুর বড় ভাই নারায়ণগঞ্জ আদালতের রাস্ট্রপক্ষের সাবেক পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন থানায় উপস্থিত হয়ে ডিউটি অফিসার আমিনুল ইসলামের সাথে কথা বলতে দেখা যায়।
ঘটনার বিষয়ে ইন্সপেক্টর তদন্ত আজিজ হাওলাদার নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে আরো বলেন, শিক্ষক মাহবুবুর রহমান প্রিন্সকে স্কুল মাঠে দাড়ি ছিড়ে মারধর করে হাত কেটে ফেলার হুমকির ঘটনায় মামলা দায়ের করা হয় বুধবার রাতেই । মামলা দায়েরের পর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ওহায়েদ সাদত বাবুকে।
আগামীকাল বৃহস্পতিবার ওহায়েদ সাদত বাবুকে আদালতে পাঠানো হবে এই মামলায়। এ মামলায় বাবু ছাড়াও সরকার আলমকে আসামী করা হয়েছে । একই সাথে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন রয়েছে আসামীর তালিকায়৷









Discussion about this post