নারায়ণগঞ্জের বন্দরে ৫৮ বছর বয়সী এক বিধবাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত ১০টায় বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এই ঘটনায় অভিযুক্ত কবির হোসেন (৩৩) নামে এক যুবকের বিরুদ্ধে বন্দর থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। আসামি কবির বন্দরের লাঙ্গলবন্দ যোগীপাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে।
বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, মঙ্গলবার রাতে কবির হোসেন লাঙ্গলবন্দ ডাকবাংলো সংলগ্ন দেলোয়ার হোসেনের দোকানের পাশে নিয়ে বিধবাকে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষণের শিকার বিধবা মামলা করেছেন। ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post