পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে ভোজ্য তেল কারবারীচক্রের পাশাপাশি ভোজ্য চোরাই তেল কারবারী চক্র, জ্বালানী তেল চোর চক্র, চোরাই সূতা কারবারী, সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই লবন কারবারী চক্র, গম চোর চক্র, ভারতীয় নিষিদ্ধ পন্যের চোরাই কারবারীচক্র, বিষাক্ত ইউরিয়া সার ও হাইড্রোস মিশিয়ে চোরাই গ্যাসের সংযোগ দিয়ে ২৫/২৬ জন মুড়ি তৈরীর চোরাই কারবারী চক্র, ফুটপাত দখলকারী চক্রসহ অসংখ্য চোরাই কারবারী ও অপরাধী চক্র দিন রাত প্রকাশ্যে আইনশৃংখলা বাহিনীকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে অপরাধ কার্যক্রম ।
আইনশৃংখলা বাহিনীর নিস্কৃয়তায় অপরাধী চক্র যেন পুরো নারায়ণগঞ্জকে মগের মুল্লুকে পরিণত করেছে । এ যেন আইন শৃংখলা বাহিনীর অসাধু কর্তাদের ঈদ হান্টিংয়ের রমরমা বাজার নারায়ণগঞ্জ । আইন প্রয়োগকারী বাহিনীর প্রায় সকল সংস্থা একযোগে এমন অপরাধীদের সাথে আতাঁত করে মাসোয়ারা আদায়সহ নানাভাবে অনৈতিক সুবিধা গ্রহণ করায় এমন কান্ডে কেন চুপ করে থাকবেন সড়ক ও জনপথ বিভাগের কর্তারা ?
আর এই সুযোগে নারায়ণগঞ্জের সরকারী সংস্থা সড়ক ও জনপথ বিভাগ কেন বসে থাকবেন ? তারাও নেমে পরেছেন অভিনব পন্থায় ঈদ হান্টিংয়ে।
গত কয়েকদিন যাবৎ নারায়ণগঞ্জের চাষাড়া থেকে লিংক রোডের বিশাল কর্মযজ্ঞ চলছে পুরোদমে। এই লিংক রোডের বিশাল কর্মযজ্ঞ নিয়ে অভিযোগের অন্ত নেই । কোথাও কোথাও উচ্ছেদ আবার কোথাও কোথাও সুবিধা গ্রহণের গুরুতর অভিযোগও উঠেছে ইতিপূর্বে । এমন গুরুতর অভিযোগের পর এবার ঢাকা নারায়ণগঞ্জের লিংক রোড়ের ফতুল্লার সস্তাপুরের অনেক বাড়ী, কলকারখানা ও ফ্যাক্টরীর মালিকদের কাছ থেকে অত্যান্ত চতুরতার সাথে বাড়ী ঘর ভেঙ্গে দিয়ে নতুন করে উচ্ছেদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন অফিস সহকারী নির্বাহী প্রকৌশলীদের নাম ব্যবহার করে এমন কান্ডে ঘটিয়ে চলেছেন নানা পন্থায়। সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীদের নাম ব্যবহার করে হেড ক্লার্ক তার নিয়োজিতে অজ্ঞাতনামা কয়েকজন অপরাধীদের মাধ্যমে নানাভাবে হুমকি ধমকি দিয়ে ঈদ হান্টিং চালিয়ে যাচ্ছে পুরোদমে ।
এমন ঈদ হান্টিংয়ের অংশ হিসেবে গত বুধবার ও বৃহস্পতিবার থেকে কোন ধরণের সই স্বাক্ষর ছাড়া “একটি জরুরী ঘোষনা“ লেখা পত্র পুরো সস্তাপুর শিবু মার্কেট এলাকার শত শত বাাড়ির মালিকদের কাছে পাঠানো হয়েছে । একই সাথে এমন চিঠি বিলি করে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বড় বাবুর (হেডক্রার্ক) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে । চিঠি বিলির পাশাপাশি দ্রুত যোগাযোগ না করলে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও হুমকি দেয়া হয়েছে ।
এমন চিঠি হাতে পেয়ে ছোট্ট একটি প্রতিষ্ঠানের মালিক ৩৫ হাজার টাকায় তার প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে না বলে নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার বিশেষ অনুরোধে ৩৫ হাজার টাকা উৎকোচ প্রদানকারী এই প্রতিষ্ঠানের মালিক নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, উচ্ছেদের মাইকিং করার পর এমন চিঠি দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে বলেন। উপায় না পেয়ে চিঠি বিতরণকারী সড়ক ও জনপথ বিভাগের ওই ব্যক্তির সাথে একদিনের মধ্যেই যোগাযোগ করলে তিনি বহু দরদামের পর ৩৫ হাজার টাকা নিয়ে আমার এই প্রতিষ্ঠানে যাতে আর কোন বুলডেজার না লাগে সেই লক্ষ্যে নিশ্চয়তা দেন ।
এমন ঈদ হাটিংয়ের ঘটনায় নারায়ণগঞ্জ লিংক সড়ক (সাইনবোর্ড – চাষাড়া) (আর ১১১) আঞ্চলিক মহাসড়কের উভয় পার্শ্বের উন্নয়ণ কাজের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নূর আলমের সাথে মুঠোফোনে যোগযোগ করলে তিনি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, সই স্বাক্ষর ছাড়াই চিঠিটিই বিলি করা হয়েছে এর কারণ হলো সই স্বাক্ষর থাকলে দখলদাররা আদালতের দ্বরস্থ হয়ে একটি স্টে অর্ডার আনার চেষ্টা করে আর সেক্ষেত্রে উন্নয়ন কাজের ব্যাঘাত ঘটে। আর এই সুযোগে ঈদ হান্টিংয়ের বিষয়টি কারা করছে তা আমার জানা নাই । আপনারা আমাদের সহায়তা করেন অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য। সড়ক ও জনপথ এর শিমরাইলসহ অনেক জায়গা দখল করে বিশাল চাঁদাবাজির বিষয়টি স্বীকার করে তিনি বলেন আমরা এই দখলকারীদের বিরুদ্ধেও কাজ করে যাচ্ছি ।









Discussion about this post