নারায়ণগঞ্জ সদর উপজেরার সিদ্ধিরগঞ্জে কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরির অভিযোগে বন্ধু সুইটমিট অ্যান্ড হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এমন খবরে নগরীর অনেকে কাপড়ের রং মিশ্রিত ইফতার খাদ্য সামগ্রী বিক্রেতা / দোকানীরা দ্রুত তাদের এমন ভেজাল খাবারের পসরা সরিয়ে ফেলে ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে সেলিমুজ্জামান বলেন, সদর উপজেলার সিদ্ধিরগঞ্জর সোনামিয়া বাজার এলাকায় কাপড়ের রং ব্যবহার করে জিলাপি তৈরি এবং অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির দায়ে বন্ধু সুইটমিট হোটেলকে দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোক্তাদের সচেতন করার জন্য লিফলেট বিতরণ করা হয়।








Discussion about this post