সাইবার ট্রাইব্যুনালের আদালতে দায়ের করা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য প্রকাশ ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত ।
একই সাথে এই মামরায় অপর আসামী প্রদীপ দাস বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। মামলার বাদী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে শুনানী শেষে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় আদালত অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন ।
এমন ওয়ারেন্ট জারির বিষয়টি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের পেসকার শামীম আহমেদ।
এ মামলার অপর আসামিরা হলেন- কানাডাভিত্তিক ফেসবুক ও ইউটিউব চ্যানেল হিন্দু লাইভস মেটার এর প্রকাশক ও সঞ্চালক প্রদীপ দাস।
মামলার অভিযোগে বলা হয়, প্রদীপ সাহার হিন্দু লাইভস মেটারের বর্ণনায় বলা হয়েছে- এই চ্যানেল বাংলাদেশে ইসলামী মৌলবাদীদের হাতে নির্যাতিত ও নিপীড়িত হিন্দু সম্প্রদায়ের খবর প্রচার করে। বাংলাদেশে প্রতিদিন হিন্দুরা ধর্ষণ, জোরপূর্বক বিয়ে, ধর্মান্তরিত, ভূমি দখল এবং অন্যান্য বিষয়ে নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশে বিগত ৫০ বছরে ৪০ মিলিয়ন হিন্দু নিধন করা হয়েছে। এটা ধীর প্রক্রিয়ায় গণহত্যা।
অভিযোগে আরও বলা হয়, ২৩ নভেম্বর প্রদীপ দাসের ইউটিউব চ্যানেল ‘হিন্দু লাইভস ম্যাটার’ এ ভিডিও আপলোড করা হয়। ‘নারায়ণগঞ্জের মেয়র আইভীকে খোকন সাহা : হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেন’ এবং ‘এক হাজার কোটি টাকা মূল্যের হিন্দুদের দেবোত্তর সম্পত্তি মেয়র আইভীর দখলে। মন্দিরের সেবায়েত গুম। আতঙ্কে হিন্দুরা।’- এমন শিরোনামে ভিডিও প্রচার করা হয়।
১ ডিসেম্বর আরও একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে আইভী সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করা হয়।
অ্যাডভোকেট খোকন সাহা রাজনৈতিক ফায়দা লাভের জন্য এবং মেয়র নির্বাচনে আইভী যেন দল থেকে মনোনয়ন না পান, সে উদ্দেশ্যে মিথ্যা ও মানহানিকর তথ্য ইউটিউব ও ফেসবুকে প্রচার করেছে বলেও অভিযোগ করা হয়। এছাড়া ওই চ্যানেলটিতে অদ্যাবধি ১০০টি ভিডিও আপলোড করা হয়েছে। যার প্রতিটিতে হিন্দু ও মুসলিমদের নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
অ্যাডভোকেট খোকন সাহারে বিরুদ্ধে ওয়ারেন্ট জারির বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেত্রী অ্যাডভোকেট মাহমুদা মালা তার ফেসবুক ওয়ালে এমন বিষয়টি নিশ্চিত করে লিখেছেন : (নিম্ন মাহমুদার মালার স্ট্যাটাসটি হুবহু দেয়া হলো)
মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভী আপা/









Discussion about this post