সোনারগাঁ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২২ এপ্রিল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১ কেজি গাঁজাসহ মোঃ নাজমুল হাসান (২১) নামক ১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি মোঃ সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কেওঢালা এলাকার মৃত ইব্রাহীম মৃধার ছেলে। সে মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য।
গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post