ফতুল্লায় কাশিপুরে এক গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূবৃত্ত । সোমবার (২৫ এপ্রিল) সকাল ৬টার দিকে ফতুল্লার কাশিপুর বড় মসজিদ এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহত গার্মেন্টস শ্রমিকের নাম জাহিদ হাসান (২৮)। সে কুমিল্লা দেবিদ্বার থানার শ্রীপুরের শহিদুল্লাহর ছেলে। নিহত জাহিদ শহরের গলাচিপা হুমায়ুন কবিরের বাড়ির ভাড়াটিয়া, শোভন গার্মেন্টেসের প্রিন্ট সেকশনে কাজ করতো।
এদিকে মৃত্যু খবরটি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, নিহত জাহিদ হাসান সকাল ছয়টার দিকে বাসা থেকে নিজ কর্মস্থলে আসছিলো।পথিমধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে স্থানীয় পথচারী ও সহকর্মীরা রক্তাক্তবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারতবস্থায় সকাল সাতটার দিকে সে মারা যায়।
তিনি আরও জানায়, কি কারনে হত্যা করা হয়েছে এবং কারা জড়িত তাদের কে শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে।









Discussion about this post