নারায়ণগঞ্জের মহানগরীর চর সৈয়দপুর এলাকায় গলায় দড়ি পেচানো অবস্থায় অটোরিকশা (ইজিবাইক) চালকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
নিহত অটোরিকশা (ইজিবাইক) চালকের নাম মো. আপন (১৭)। তিনি জামালপুর জেলার দেওয়ানগঞ্জের আনন্দবাড়ি এলাকার আব্দুল সাত্তারের ছেলে।
পরিবারের সাথে চর সৈয়দপুরের ফকিরবাড়ি এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। নিহতের বাবা আব্দুল সাত্তার সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান জানান, লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় থানায় হত্যা মামলা হয়েছে। হত্যার কারণ ও হত্যাকারীদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ।









Discussion about this post