রূপগঞ্জে দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন ধান কাটা শ্রমিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার এশিয়ান হাইওয়ে(বাইপাস) সড়কের দাউদপুর ইউনিয়নের জিন্দা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই মাহবুব হোসেন জানান, বুধবার সন্ধ্যারদিকে চট্রগ্রাম থেকে টিন বোঝাই ট্রাক( বগুড়া ট-১১-১৬৫৪) রংপুর যাচ্ছিলেন। রাতে ট্রাকটি কুমিল্লা পৌছেলে সেখান থেকে ধান কাটার ৯ শ্রমিক যাত্রী হিসেবে উঠে সেই ট্রাকে।
ট্রাকটি বৃহস্পতিবার ভোর পৌনে ৩ টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের জিন্দা এলাকায় পৌছেলে এদিকে বিপরীত দিক থেকে আসা ভুট্রা বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো-ট-১৫-২৯৩২) এর সাথে মুখোমুখি সংঘর্ষে হলে টিনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায় জয়পুরহাটের কালাই উপজেলার সিটকা গ্রামের বিনশের এর ছেলে শহিদুল, একই গ্রামের আহাম্মদ আলীর ছেলে আয়েছ এবং এলাহি বকস এর ছেলে মজিদ। আহত হয়েছেন আরও ৫ জন ধান কাটা শ্রমিক। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো জানাযায়, ধানকাটা শ্রমিকরা গত ১ মাস কুমিল্লা এলাকায় ধান কেটে ঈদ উপলক্ষে ট্রাকে চেপে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।
পরে গাজীপুর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। দূর্ঘটনার পরপরই দুটি ট্রাকের চালক ও সহকারি পালিয়ে যায়।









Discussion about this post