নারায়ণগঞ্জে যারা গোপন মিটিং করছেন এবং চাওয়া পাওয়া নিয়ে খেলছেন তাদের বলতে চাই। সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে খেলতে নামব। পাঁচ মিনিটও টিকবেন না। যদি কোন ভাবে মাথা গরম হয় তাহলে কিন্তু সময়ও বেশি পাবেন না।
শুক্রবার (২৯ এপ্রিল) শহরের লা-ভিস্তা রেস্টুরেন্টে জেলা শ্রমিক লীগের ইফতার মাহফিলে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
তিনি বলেন, সংগঠনকে বিভক্ত করার চেষ্টা করলে পারবেন না। আমরা মাঠে নামবো। শরীরটা একটু খারাপ, বিদেশে যাব চিকিৎসা নিতে। হয়ত জুন মাস থেকেই মাঠে নামব। আমরা প্রমাণ করব জনগনের সামনে কোন ষড়যন্ত্র টেকেনি, ভবিষ্যতেও টিকবে না। আমরা মৃত্যুর মুখেও বলি শেখ হাসিনাকে বাঁচান। এ নারায়ণগঞ্জকে কেউ ভাঙতে চাইলে দাঁত ভাঙা জবাব দেব।
“লন্ডনের এক খুনি তাদের এক এমপিকে দিয়ে সংসদে আমার বিরুদ্ধে বক্তব্য দেয়ানো হয়েছে। আমি পার্লামেন্টেই উত্তর দেব। যারা সততার মুখোশ পড়ে আছেন সাবধান। কেউ বড় বড় কথা বললে মুখোশটা উন্মোচন করে দেব। বেঁচে থাকলে রাজপথে দেখা হবে। ”
তিনি আরও বলেন, জাতির পিতার কন্যা কৃষক লীগের মিটিংয়ে বার বার বলেছেন আওয়ামী লীগ নয় শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চেষ্টা চলছে। সারা বিশ্ব এখন ভারসাম্যহীন। সে দৃষ্টিকোন দেখে অনেকে সুযোগ নেয়ার চেষ্টা করছে।
শামীম ওসমান বলেন, ‘আমাদের চুপ থাকাকে অনেকে দুর্বলতা ভাবছে ৷ আমরা দায়িত্বশীল বলে চুপ আছি ৷ এক রাজাকারের ছেলে আছে, ও বললো, শামীম ওসমান বলেছিল, খোকন সাহার নামে মামলা হলে নারায়ণগঞ্জে খালি মাথা আর মাথা দেখা যাবে ৷ মাথা আর মাথাই দেখা যাইতে পারে, সমস্যা নাই ৷ সমস্যা হইলো রমজান মাস, সংযমের মাস, সামনে ঈদ, ঢাকা কলেজের ঘটনা৷ সব মিলিয়ে সিদ্ধান্ত নিয়েছি কার বিরুদ্ধে কথা বলবো৷ যারা খেলতে চান তাদের বলি আমাদের খেলা হবে স্লোগান এখন সারা পৃথিবীতে পরিচিত ৷’
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ ৷









Discussion about this post