এক মাস কুড়ি দিন আটক থাকার পর শুক্রবার মধ্যরাতে ছেড়ে গেছে সিটি গ্রুপের মালিকানাধীন পন্যবাহী কার্গো জাহাজ ‘রূপসী ৯‘ । নারায়ণগঞ্জ নৌ থানা সংলগ্ন টানবাজার খেয়াঘাট এলাকার শীতলক্ষ্যা নদীতে বাধা থাকা অবস্থার পর রাতের আধারে এবং শুক্রবার ছুটির দিনে ‘রূপসী ৯’ ছেড়ে দেয়ার ঘটনায় আবারো ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবার মধ্যরাতে অনেকের ফোনে নানা সমালোচনার পর শনিবার (৩০ এপ্রিল) ভোরে সিটি গ্রুপের মালিকানাধীন পন্যবাহী কার্গো জাহাজ ‘রূপসী ৯‘ টানাবাজার ঘাটে দেখতে না পাওয়ার বিষয়ে ঘাট এলাকার লোকজনের সাথে কথা হলে সকলেই বলেন, রাতেই এই জাহাজটি ছেড়ে গেছে ।
জানা যায়, রোববার (২০ মার্চ) দুপুর ১ টা ৫৮ মিনিটে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে এম ভি আফসার উদ্দিন নামে যাত্রীবাহি লঞ্চটি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। ২ টা ২০ মিনিটে শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় পৌঁছলে পেছন থেকে সিটি গ্রুপের মালিকানাধীন এম এল রূপসী ৯ নামে একটি পণ্যবাহি কার্গো জাহাজ ধাক্কা দিয়ে লঞ্চটিকে ডুবিয়ে দেয়।
এসময় নদীতে লাফিয়ে পড়ে অধিকাংশ যাত্রী তীরে উঠলেও নিখোঁজ হন অন্তত ১৫ জন। দুর্ঘটনার পর থেকে এ পর্যন্ত উদ্ধার হয়েছিলো নারী ও শিশুসহ ১১ জনের লাশ।
এমন ঘটনা তদন্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নৌমন্ত্রনালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো এবং পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
শুক্রবার দিবাগত (৩০ এপ্রিল) মধ্যরাতে সিটি গ্রুপের মালিকানাধীন পন্যবাহী কার্গো জাহাজ ‘রূপসী ৯‘ ছাড়িয়ে নেয়ার বিষয়ে কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেন, এই মামলার নথি জেলা ও দায়রা জজ আদালতে রযেছে । নিম্ন আদালত থেকে দুইবার পন্যবাহী কার্গো জাহাজ ‘রূপসী ৯‘ ছাড়াতে আবেদন করা হয়েছিলো । এরপর এই আবেদন জেলা ও দায়রা জজ আদালতে রয়েছে । এর বাইরে আমরা কিছু বলতে পারছি না ।
সিটি গ্রুপের মালিকানাধীন পন্যবাহী কার্গো জাহাজ ‘রূপসী ৯‘ ছাড়িয়ে নেয়ার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এই জাহাজ মুক্তি আদেশ অনেক আগেই জেলা ও দায়রা জজ আদালত থেকে দেয়া হয়েছে । বিদায়ী এবং বর্তমান জেলা ও দায়রা জজ দুইজন ই জাহাজ টি মুক্তির বিষয়ে আদেশ দিয়েছেন। দুই জন ই কি করে এক আদেশ দেন এমন প্রশ্নেও কোন উত্তর পাওযা যায় নাই পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল এর কাছ থেকে।









Discussion about this post