রূপগঞ্জে সাইফুল ইসলাম (৩০) নামে এক গাড়ি চালককে হত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (১ মে) রাত পৌনে ১২ টার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বালিগঞ্জ এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, সাইফুল ইসলাম গাজীপুর বাস স্ট্যান্ডে লুৎফর রহমানের মাইক্রোবাস ভাড়া চালান। রবিবার সকালে তিনি গাজীপুর থেকে কুমিল্লায় যাত্রী নিয়ে যান। রাতে যাত্রী নামিয়ে দিয়ে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকান্ড টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের জন্য করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাত পৌনে ১২ টার দিকে উপজেলার কোশাব এলাকার এশিয়ান বাইপাস সড়কে একটি হাইএস গাড়িতে এক ব্যাক্তির গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে গাড়িতে সাইফুল সাইফুল ইসলাম ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সাইফুল ইসলামের পরিবারের লোকজন মর্গে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post