কথায় আছে কচু কাটতে কাটতে এক সময় মানুষ কাটতেও দ্বিধা বোধ করে না। হয়ে উঠে ভয়ংকর অপরাধী । ভয়ংকর অপরাধী হতে মাত্র কয়েক বছর ট্রেনিং আর মেধা থাকলেই অপরাধের শীর্ষে অবস্থান করা যায় । তেমনি এক ভয়ংকর অপরাধী গিয়াস উদ্দিন যাকে সকলেই ভেন্ডার গিয়াস বললেই এক নামেই চিনে ।
তিনি সাবেক সংসদ সদস্য আবুল কালাম, প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমান, বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সংসদ সদস্য শামীম ওসমানের নাম ব্যবহার করে সকল ধরণের অপরাধ অব্যাহতভাবেই চালিয়ে আসছিলো । এমন অপরাধের ধারাবাহিকতায় কেউ এতোদিন মামলা করার সাহস না পেলেও এবার মিঠু নামের এক ভূক্তভোগি মামলায় আজ মঙ্গলবার (১১ মে ) গ্রেফতার হলে আদালতের সিনিয়র জুডিশিযাল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে ।
প্রতারনা, জাল দলিল সম্পাদন করে বিক্রি, বিশ্বাস ভঙ্গ ও হত্যার হুমকির ঘটনার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে ভেন্ডার গিয়াস কে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।
দলিল জালিয়াতি মামলায় নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (১১ মে) বেলা ১১টার দিকে বন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে শহরের শহীদনগর এলাকায় সাড়ে ১৪ একর জমির জাল দলিল তৈরি করে প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
মামলার বাদী মো. আজিজুর রহমান মিঠু জানান, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক গিয়াস উদ্দিন চৌধুরী তাদের একান্ত পারিবারিক দলিল লেখক ছিলেন। আর এ সুযোগে গিয়াস উদ্দিন সাক্ষর জাল করে জালিয়াতির মাধ্যমে জাল দলিল তৈরি করে সেটিকে আসল হিসেবে ব্যবহার করেছেন। বিষয়টি তিনি জানতে পেয়ে গিয়াস উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি তাকে প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় তিনি গত রোববার (৮ মে) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন দায়ের দায়ের করেন। পরে আদালতের বিচারক জাল দলিল তৈরির অভিযোগটিকে গুরুতর উল্লেখ করে অধিকতর তদন্তের জন্য মামলাটি রেকর্ড করতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
আদারতের এমন নির্দেশে মঙ্গলবার রাতে সদর মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেই সঙ্গে বুধবার তাকে বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, জাল দলিল তৈরি ও প্রতারণা মামলায় গিয়াস উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
বন্দর এলাকার অনেকের অসংখ্য অভিযোগ মতে জানা যায়, এই গিয়াস উদ্দিন পেটের দায়ে সোনারগাঁয়ের অজোপাড়াগা থেকে বন্দর উপজেলার খান বাড়িতে এসে পেটে ভাতে লজিং মাস্টারী শুরু করে । এর পর এই বন্দরেই বিয়ে করে বিভিন্ন ধরণের কাজের পাশাপাশি শুরু করেন ভেন্ডারীর কাজ । সেই ভেন্ডারী নামক আলাউদ্দিনের আশ্চর্য্য প্রদীপ থেকে শত শত কোটি টাকার মালিক বনে যান এই গিয়াস । বিএনপি জামায়াত সরকারের শাসনামলে তৎকালীন এমপির নাম ব্যবহার করে এক সময়ের পরিবহন শ্রমিক কানা মুকুল, ভূমিদস্যু চান মিযা ও গিয়াস ভেন্ডারসহ আরো কয়েকজন সিন্ডিকেট করে আমিন জুট মিলের সম্পদ বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে যায় । এরপর এই চক্রের হোতারা আওয়ামীলীগ সরকারের শাসনামলে জাতীয় পাটির প্রয়াত এমপি নাসিম ওসমানের নাম ব্যবহার করে এমন কোন অপকর্ম নাই যা তাদের দ্বারা সংগঠিত হয় নাই ।
দিনকে রাত আর রাত কে দিন বানাতেও (!) পারদর্শী এই চক্রের হোতা কানা মুকুল, ভূমিদস্যু চান মিযা ও গিয়াস ভেন্ডার সকল সময় শাসক দলের নেতাদের তোষামোদ করেই সকল সময় অপকর্ম চালিয়েই যাচ্ছে । প্রয়াত এমপি নাসিম ওসমানের সরলতার সুযোগে এবং তার নাম ব্যবহার করে জাতীয় পাটির পদ ভাগিয়ে বর্তমান সংসদ সদস্যদের নাম ব্যবহার করে ভূমিদস্যুতার শীর্ষে অবস্থান নিয়ে অপরাধের মাত্রা মারাত্মকভাবে চালিয়ে যাচ্ছে এই চক্রটি। বিগত সময়ে বিশাল পরিমান টাকাসহ সেনাবাহিনীর হাতে আটক হয়ে দীর্ঘদিন জেল খাটলেও অপরাধ কর্মকান্ড থেকে পিছু হটে নাই গিয়াস ভেন্ডার ও তার সহযোগিরা ।
উল্লেখিত চক্রের হোতারা জমি সংক্রান্তসহ সকল অপরাধ নির্বিঘ্নে পরিচালনা করতে গিয়াস উদ্দিন ভেন্ডারের নিজ বাড়িতে রেজিস্টার অফিস স্থাপন করায় । আর এই বাড়িতেই গড়ে তুলে টর্চার সেল । কেউ স্বেচ্ছায় জমি রেজিস্ট্রি করে দিতে না চাইলে ভেন্ডার গিয়াসের এই বাড়ির নীচ তলায় গোপন কক্ষে দিনের পর দিন আটক করে অসংখ্য জমির মালিকদের মারপিট করে গুম করার ভয় দেখিয়ে জমি রেজিস্ট্রি করাতে বাধ্য করা হতো। এমন টর্চার সেলে তিন দিন আটক থেকে কোন মতো জীবন বাঁচিয়ে ভেন্ডার গিয়াসের কথা মতো জমি রেজিস্ট্রি করে দিয়ে এলাকা ত্যাগ করার লোম হর্ষক বর্ণনার রেকর্ড সংরক্ষনে রয়েছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে ।









Discussion about this post