সোনারগাঁয়ে তিতাসের গ্যাস লাইনের ছিদ্র থেকে অগ্নিকান্ডে বৈদ্যুতিক তার বোঝাই একটি কাভার্ডভ্যান (কুষ্টিয়া ট-১১-০৬৭০) পুড়ে গেছে।
বুধবার (১১ মে) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার ললাটি এলাকায় গাজীপুর রুটের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে সংস্কার কাজের সময় এ দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মদনপুর টু জয়দেবপুর মহাসড়কের ললাটি এলাকায় রাস্তার প্রশস্ত করার কাজ চলছিল। রাস্তা কাজ করার সময় ভ্যাকু মেশিন দিয়ে যখন মাটি কাটছিল তখন মাটির নিচে থাকা গ্যাস পাইপ তুলে ফেললে পাইপের লিকেজ দিয়ে গ্যাস নির্গামন শুরু হয়।
এসময় মহাসড়কে জ্যামে আটকে পড়া একটি কভারভ্যান চালু করার সময় কভার্ডভ্যানের ধুয়া গ্যাসের লিকেজে যাওয়ার সাথে সাথে কভারভ্যানে আগুন লেগে যায়। মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো কভারভ্যানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটি ঘটনাস্থলে এসে ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের ইনচার্জ হাসিবুর রহমান দিপু জানান, শুনেছি গ্যাসের পাইপের রাইজার থেকে কভার্ডভ্যানে আগুন লেগেছে। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি।









Discussion about this post