আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁ ও বন্দর উপজেলায় প্রায়ই অভিযান চালিয়ে হাজার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস কর্তৃপক্ষ। এমন অবৈধ তিতাস সংযোগ বিছিন্ন করার পর আবারো কোন কোন এলাকায় সরকার দলীয় নেতাদের শেল্টার নানা পন্থায় অবৈধ সংযোগ চালু করছে অসাধুরা।
আবাসিক সংযোগের ক্ষেত্রে সরকার কর্তৃক কঠোর নিষেধাজ্ঞার পর উল্লেখিত উপজেলা ছাড়াও সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে তিতাসের সংযোগ না থাকায় বাকী সকল ইউনিয়নে প্রতিটি পাড়া মহল্লায় বিরামহীনভাবে চলছে অবৈধ সংযোগ।
বিশেষ করে কাশিপুর ইউনয়ন পরিষদ এলাকায় প্রায় লাখ লাখ বাড়িতে এমন অবৈধ সংযোগ রযেছে বলে জানিয়েছে এলাকার অনেকেই । আওয়ামীলীগের একজন নেতার শেল্টারে এক লাখ থেকে শুরু করে দুই লাখ টাকা ওই আওয়ামীলীগ নেতার হাতে তুলে দিলেই তিতাস সংযোগ পেতে আর কোন চিন্তা নাই !
এবার নারায়ণগঞ্জের বন্দরে অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্নকরণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ্জোহরা এ অভিযান চালান। এ সময় বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সন্ধ্যায় তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মিজবাহ-উর-রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে জানানো হয়, বন্দর উপজেলার কুঁড়িপাড়া বটতলার বাগে জান্নাত জামে মসজিদসংলগ্ন এলাকায় একটি স্পট থেকে ৩০ ফুট অবৈধ পাইপ জব্দ করা হয়।
তবে গ্রাহকরা বলছেন, তিতাসের কিছু কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিকে বিপুল অংকের টাকা দিয়ে তারা গ্যাস সংযোগ নিয়েছেন।









Discussion about this post