নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর ভূঁইঘর এলাকায় গাজাসহ তিন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এসময় তাদের কাছ থেকে আনুমানিক ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাজা উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ মে) সকালে এক মাদক বিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিজানুর রহমান (৫৫), মোঃ জামিল (৪৭), মোঃ শাহ আলম (৩৮)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post