নারায়ণগঞ্জ সদর থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান।
শনিবার (২১ মে) সদর থানার ওসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
এর আগে তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফলতার সাথে দায়িত্ব পালনকালে একাধিক সফল অভিযান পরিচালনা, ডাকাত নির্মূল, মাদক সন্ত্রাস দমনে প্রশংসনীয় ভূমিকা পালন করেছন।
সদর থানায় যোগদান করেই আনিচুর রহমান বলেন, আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো, সকলের সহযোগিতা চাই। আশা করি নারায়ণগঞ্জের মানুষ আমাকে আগের মতই সহযোগিতা করবেন।
উল্লেখ, ২০২০ সালের ২৫ নভেম্বর (রোববার) নারায়ণগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেন শাহ জামান । ফের পূর্বের কর্মস্থল ঢাকা জেলা দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি হিসেবে শাহ্ জামান বদলীর হলে নারায়ণগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আনিচুর রহমান।









Discussion about this post