নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রবিবার দিনভর অবৈধ ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভ্রাম্যমান আদালত বৈধ কাগজপত্র না থাকায় পদ্মা জেনারেল হাসপাতাল ও মমতা চুক্ষু হাসপাতাল সিলগালা শেষে বন্ধ করে দিয়েছে ।
এ সময় নানা অনিয়মের অভিযোগে মা সুফিয়া জেনারেল হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন নাহারের নেতৃত্বে এ অভিযান চলে। অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ মুশিউর রহমান।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মোঃ মশিউর রহমান বলেন, রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জ হিরাঝিলের রজ্জব আলী সুপার মার্কেটে অবস্থিত পদ্মা জেনারেল হাসপাতালের বৈধ কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে সিলগালা শেষে বন্ধ করে দেয়া হয়েছে। একই সময় মিরাকেল নামের একটি থেরাপী সেন্টার ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও শিমরাইল এলাকার মমতা চুক্ষু হাসপাতালটিও সিলগালা শেষে বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের এসও বাসষ্ট্যান্ড এলাকায় মা সুফিয়া জেনারেল হাসপাতালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালটিতে অপারেশন করার জন্য ব্যবহত সার্জিক্যাল ব্লেডটি মেয়াদউর্ত্তীন ছিল। এছাড়া অপারেশন রুমটি অপরিষ্কার ছিল।
সব হাসপাতালে সেবার মূল্য তালিকা থাকার নির্দেশ থাকলেও তাদের হাসপাতালে এটির দেখা মেলেনি। এছাড়া হাসপাতালটিতে যে ছয়জন নার্স রয়েছেন তার মধ্যে তিন জনের নিবন্ধন আছে আর বাকী তিনজনের নিবন্ধন নেই। এ জন্য এ হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।









Discussion about this post