নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বেপারী মার্কেটের সামনের সড়কে সিএনজি স্ট্যান্ডে চাঁদার দাবিতে সিএনজি চালককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন সিএনজি চালকেরা। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বেপারী মার্কেটের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় সিএনজি চালকেরা বলেন, সোনারগাঁ উপজেলা যুবলীগ সভাপতি চাঁদাবাজ রফিকুল ইসলাম নান্নু দীর্ঘ ২ বছর ধরে মোগরাপাড়া চৌরাস্তা সিএনজি স্ট্যান্ডে চাঁদার দাবিতে চালকদের প্রতিনিয়তই পিটিয়ে আহত করে। আমরা এই চাঁদাবাজ ও সন্ত্রাসী রফিকুল ইসলাম নান্নু বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছি। এ সময় উপস্থিত সংবাদ কর্মীদের কাছে ভুক্তভোগী সিএনজি চালকরা চাঁদাবাজ রফিকুল ইসলাম নান্নুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে র্যাব, পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।
তবে এব্যাপারে সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু গণমাধ্যমকে বলেন, চাঁদা দাবির কোন ঘটনা ঘটেনি। সড়কে যানজট করে রাখার কারণে আমি যানজট মুক্ত করেছি।









Discussion about this post