দীর্ঘদিন যাবৎ লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকসহ পুরো আশ্রম ঘিরে রাজনৈতিক নেতাদের শেল্টারসহ স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় দখল বাণিজ্য চালিয়ে আসছিলো অসাধু চক্র। দখলের পাশাপাশি আশ্রমে আসা পূর্ণার্থীদের নানাভাবে হয়রানী, প্রতারনা করে আসছিলো এই দখলদার চক্র।
বারদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ঘিরে গড়ে উঠা অসংখ্য দোকানে বখাটেদের আস্তানা হিসেবে গড়ে তোলার ঘটনায় অসংখ্যবার থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ দিলেও কেউ এই অপরাধী চক্রের বিরুদ্ধে প্রকাশ্যে মামলা করার সাহস করতো না ।
পূর্ণার্থীগণ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে প্রবেশের সময় দখলকারীদের ইচ্ছে মাফিক কোন ধুপকাঠি, মোমবাতি, প্রসাদসহ পূজার সামগ্রী ক্রয় না করলেই বাজে মন্তব্যসহ উচ্ছৃংখল আচরণণের ঘটনা প্রায়ই ঘটে বলে জানিয়েছেন অনেক পূর্ণার্থী । এমন অসংখ্য অভিযোগ ছাড়াও ইভটিজিংয়ের ঘটনা ছিলো নিত্য দিনের । এমন অপরাধী দখলদারদের উচ্ছেদ করায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত পূর্ণার্থীদের অনেকেই
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদিতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গঠে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন।
বুধবার (১ জুন) বিকেলে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মালম্বী আধ্যতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তীরোধান উৎসব উপলক্ষে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী। এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ার্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু’ পক্ষের মধ্যে দফায় দফায় নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে প্রায় অর্ধ শতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়াও আশ্রমে আসা পূন্যার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার বিকেলে তীরেধান উৎসব উপলক্ষে এক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী বলেন, হিন্দু সম্প্রদায়ের আধ্যাতিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে উঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয় ।









Discussion about this post