রূপগঞ্জ উপজেলায় কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব হয়। এর জেরে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে রাবিয়া (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা বাগানবাড়ি এলাকার মিজানের বাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত রাবিয়া উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার দেলোয়ারের মেয়ে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩ বছর আগে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহাগঞ্জ গাগলা এলাকার শফিকুল ইসলামের সঙ্গে প্রেম করে বিয়ে হয় রাবিয়ার। বিয়ের পর থেকে রাবিয়া স্বামীকে নিয়ে তারাবো পৌরসভার বরপা এলাকার মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। তাদের সংসারে রাব্বি নামে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সাংসারিক জীবনের বিভিন্ন প্রয়োজন মেটাতে একটি এনজিও থেকে ৮০ হাজার টাকা নিয়েছিল রাবিয়া। রাবিয়ার স্বামী শফিকুল বরপা এলাকার পাকিস্তান মিলে সুইং সেকশনে কাজ করতেন। কিন্তু কিছুদিন আগে তিনি কাজ ছেড়ে দেন। স্বামী কাজ ছেড়ে দেওয়ায় রাবিয়ার পক্ষে কিস্তি দেওয়া কষ্টকর হয়ে উঠেছিল।
কিস্তির টাকা নিয়ে বুধবার রাতে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব হয় রাবিয়ার। এ দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২ জুন) সকালে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রাবিয়া।
এ বিষয়ে রূপগঞ্জ থানার এসআই গোলজার বলেন, ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।









Discussion about this post