বন্দর প্রতিনিধি…
বন্দর কলাগাছিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইলিং করে ধর্ষণ চেষ্টা ও দাবিকৃত টাকা না দিলে অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়েছে কলাগাছিয়া ইউনিয়ন এর বালিয়া এলাকার রিনা, চুনাভুড়া এলাকার আজিজ মিঞার মাদকাসক্ত ছেলে পাভেল (৩০), চুন্নু মিয়ার ছেলে আলী (৪৫) ও বালিয়া এলাকার মৃত বাছেদের ছেলে জনি (২৫)।
এই ঘটনায় বন্দর থানায় গত ১ জনু ৪ জনকে আসামি করে ভিকটিম একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, থানায় দায়ের হওয়া অভিযোগের ৪নং আসামী জনি বাদিনি কে ফোন করে বন্দর চুনাভুরা এলাকায় ২নং বিবাদি পাভেল এর বাড়িতে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে ডেকে নিয়ে যায় এবং সেই বাড়িতে ভিকটিম উপস্থিত হওয়া মাত্রই আগে থেকে সেখানে ওত পেতে থাকা ১ নং আসামী রিনা ওরফে মর্জিনা ও ৪ নং আসামী জনি ভিকটিমের মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে ফেলে এবং উক্ত বাড়ির একটি রুমের ভিতরে ভিকটিমকে জিম্মি করিয়া ফেলে।
এরপর ২নং বিবাদী পাভেল ভিকটিমের পরনের পোশাক খুলে স্পর্শ কাতর জায়গায় হাত দেয় এবং জড়িয়ে ধরে। ঘটনা স্থলে থাকা ৪নং আসামি জনি এই ঘটনার ভিডিও ধারণ করে এবং ছবি তুলে রাখে। পরবর্তীতে ১ নং আসামী সহ সকল আসামিরা ভিকটিমকে হুমকি প্রদান করা যে ৫০ হাজার টাকা না দিলে ভিকটিমের স্বামী সহ উক্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবে এবং এই বিষয়ে কাউকে জানালে হত্যা সহ মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি প্রদান করে ৷









Discussion about this post