আজ ৫ জুন, ২০২২ বিশ্ব পরিবেশ। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২২ এর তাৎপর্য তুলে ধরে এ বছরও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপন উপলক্ষে যথাযথ গুরুত্বের সাথে জেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি গৃহিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ পর্যন্ত র্যালি পরবর্তীতে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও গাছের চারা বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুল হাফিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার মালিক ও কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, এনজিও, স্কাউটস, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেত্ববৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোসাম্মৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং পরিবেশ আইন আরও দৃঢ়ভাবে প্রয়োগের তাগিদ প্রদান করেন। বিশেষ অতিথি জনাব মোঃ শফিউল ইসলাম পরিবেশ অধিদপ্তরের কার্যক্রমে সকল পুলিশি সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং সকলকে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হওয়ার আহবান জানান।
অনুষ্ঠান শেষে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।









Discussion about this post