রূপগঞ্জে থানায় হামলা ও মারধরের অভিযোগ করায় বাদীর পরিবারের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলার অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার তারাব দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উমিয়া বেগম জানান, ব্যবসার কাজে তার স্বামী শাহজাহান মিয়া প্রতিবেশী জায়েদ আলীর কাছ থেকে এক লাখ টাকা ধার নেন। কিছুদিন পর ধারের সেই টাকা পরিশোধ করা হয়। কিন্তু জায়েদ আলী বেশ কিছুদিন ধরে তাদের কাছে দেড় লাখ টাকা সুদ চেয়ে আসছেন। টাকা দিতে অস্বীকার করায় তারা তার স্বামীকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
তিনি জানান, গত ২১ মে রাত সাড়ে ১২টার দিকে জায়েদ আলী, শ্রাবণ, হৃদয়সহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে তাকে ও তার স্বামীকে পিটিয়ে গুরুতর আহত করেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেন তিনি। অভিযোগ দেওয়ায় জায়েদ আলী ও তার সহযোগী মাসুম, রুবেল, জাকির তার আত্মীয় আয়নাল ও তার ছেলেকে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।









Discussion about this post