নারায়ণগঞ্জ আদালত চত্তর, পুলিশ সুপারের কার্যালয়, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের চারিপাশেই গড়ে উঠা শত শত মাদকের খুপড়ি ঘর গুড়িয়ে দিয়েছে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম । নারায়ণগঞ্জে জেলার কলংক হিসেবে পরিচিত চাঁনমারী বস্তির এমন মাদকের বিশাল আস্তানা গুটিয়ে দেয়ার পরও থেমে থাকে নাই মাদক ব্যবসাযীদের দৌড়াত্ম । উচ্ছেদ হওয়ার পর একেক জন মাদক কারবারী আরো ভয়ংকর হয়ে উঠে ।
এমন অবস্থায় এবার সেই চানমারী বস্তির তিন মাদক ব্যবসায়ীকে চার লাখ টাকা মূল্যের হেরোইনসহ গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) ভোর রাতে তাদেরকে ফতুল্লা মডেল থানার চাঁদমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার চাঁদমারীর জাহাঙ্গীরের বাড়ীর ভাড়াটিয়া সোলেয়মান (২৫), তার স্ত্রী মোসাম্মৎ মৌসুমী (২০) ও চাঁদমারীর আলাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (৪০)।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে পুলিশ চার লাখ টাকা মূল্যমানের ৪০ গ্রাম (৪ শত পুরিয়া) হেরোইন উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার চাঁদমারীস্থ জাহাঙ্গীরের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে মৌসুমী, তার স্বামী সোলেয়মান ও সাজেদা বেগমকে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক চালানের মূল হোতা মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচি ও তার স্বামী আজিজুর ওরফে আইজ্জা। এ সময় পুলিশ গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪০ গ্রাম (৪০০ পুরিয়া) হেরোইন উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক ইমানুর জানায়, গ্রেফতারকৃদের মধ্যে মৌসমী হলো মাদক সম্রাজ্ঞী হাসি ওরফে বুচির হিসাব রক্ষক। পুলিশ বাদী হয়ে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। পলাতক আসামীদেরকেও গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।









Discussion about this post