আরাফাত হোসেন বাবলু ছাড়াও শুধু সিদ্ধিরগঞ্জে আরো শতাধিক আশরাফ – মেহেদীসহ আরো আরো শতাধিক শীর্ষ তেলচোরদের গডফাদাররা একেবারেই প্রকাশেই জ্বারানী তেলচুরির মহোৎসব চালিয়ে যাচ্ছে । এমন তেলচোরদের কাছ থেকে নিয়মিত বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার নাম ব্যবহার করে ওসির ক্যাশিয়ার, ডিবির ক্যাশিয়ার, সিআইডির ক্যাশিয়ার হিসেবে অপরাধীরা মাসোয়ারা আদায় করায় জ্বালানী তেলচোরদের কেউ টিকিটিও স্পর্শ করতে পারে না ।
নাম প্রকাশ না করার অনুরোধে সিদ্ধিরগঞ্জের একজন প্রবীণ আইনজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই ১৬০০ লিটার চোরাই ডিজেল তো নশ্বি ! এটি তো কিছুই না । হাজার হাজার লিটার জ্বালানী চুরির মহোৎসব চালাচ্ছে মেহেদী, সিরাজ, এক সময়ের পুলিশের সোর্স আশরাফসহ আরো অনেকেই । এই খবর কি কেউ রাখেন না ? ওসিকে জিজ্ঞেস করলে তিনি বলবেন ‘আমি খোজ নিচ্ছি !’ এসপি কে জিজ্ঞেস করলে তিনি বলবেন, ‘আমি পুলিশ পাঠাচ্ছি !’ আসলে কি হচ্ছে ? তা কি কেউ জানেন না ? সবাই সব জানেন আর চোখ বন্ধ করে থাকেন কাকের মতো ! পুরো সিদ্ধিরগঞ্জে ব্যাপক চাউর রয়েছে আইনপ্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় নির্লজ্জ শীর্ষ কিছু কর্তাদের নিয়মিত মাসোয়ারা দিয়েই চলছে তেল চুরি আর ধরা পরছে চুনোপুটি । এই তেল চোরেরা পুলিশ খুন করে কোটি টাকা খরচা করে আবার তেলচুরি অব্যাহত রেখেছে । আর আপনি / আমি তো সাধারণ মানুষ । আইনজীবী / সাংবাদিকদের খুন করতে তাদের স্বল্প ব্যয় করলেই সব ম্যানেজ করে খুন করতে একটুকুও হৃদয় কাপবে না এই অপরাধীদের । তেলচোর যখর ওসির সাথে ছবি তুলে ফটোসেশন করতে পারে তখন আর কি বুঝতে কারো কিছু বাকী থাকে ?”
নারায়ণগঞ্জ সদর উপজেলা সিদ্ধিরগঞ্জে মো. আরাফাত হোসাইন বাবলু নামের জ্বালানী তেল চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ ।
বুধবার (১৬ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় ৮টি ড্রামভর্তি ১৬০০ লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ চোরাই তেল পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মো. আরাফাত হোসাইন বাবলু নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার মৃত আঃ জাব্বার এর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. আরাফাত হোসাইন বাবলু চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল ডিজেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post