নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে নির্মাণাধীন ভবনের পাইলিংইয়ের সময় গ্যাসের পাইপ ফেটে লাগা আগুন দীর্ঘ ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
মূলত ফেটে যাওয়া গ্যাসের পাইপটি ২০ ইঞ্চি ব্যাসের মূল পাইপ ছিল। ফলে গ্যাসের অনেক চাপ ছিল। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লেগেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।

শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জ্বলেছে আগুন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি কারখানার পাশে নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময়ে তিতাস গ্যাসের পাইপ ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টার দিকে আগুনের তীব্রতা বেড়ে যায়। বিকালে আগুনের তীব্রতা কমে আসে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। শুধু ধোঁয়া বের হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে। বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয়। তবে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি আগুনে পুড়েছে। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।
দীর্ঘ সময় আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ হিসেবে তিনি বলেন, ‘ফেটে যাওয়া গ্যাসের পাইপটি মূল পাইপ হওয়ায় অনেক চাপ ছিল। এ কারণে বেশ দূর থেকে কাজ করতে হয়েছে। পরে গ্যাস লাইন বন্ধ করা হলে ধীরে ধীরে গ্যাসের চাপ কমে আসে। তিতাস কর্তৃপক্ষ লাইন বন্ধ না করলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো না।









Discussion about this post