মোঃ শাহজাহান কবিরঃ
আড়াইহাজার প্রতিনিধি :
পরকিয়া প্রমিকের সঙ্গে বউ চলে যাওয়ার দূঃখে আড়াইহাজার থানার সামনে দিন দুপুরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে অত্মহত্যার চেষ্টা কালে থানার ওসি রক্ষা করলেন এক যুবককে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে।
জানা গেছে, উপজেলার পাঁচরুখী গ্রামের ইব্রহিম ভূঁইয়ার ছেলে আনন্দ ভূঁইয়া (২৭) দুই বছর আগে বিয়ে করেন একই উপজেলার বগাদী গ্রামের সোহেল মিয়ার মেয়ে হালিমা (২২) কে। তাদের একটি সন্তান ও রয়েছে। এমতাবস্থায় স্ত্রী হালিমা অপর এক যুবকের সঙ্গে পরকিয়ায় আসক্ত হয় এবং এ নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
ঘটনার দিন শনিবার সকালে আনন্দ বাইরে থেকে বাড়ীতে এসে দেখেন তার স্ত্রী ও সন্তান ঘরে নাই । তার স্ত্রীর মোবাইলে ফোন করলে পরকিয়া প্রেমিক কলটি রিসিভ করে এবং এই নম্বরে আর কল দিতে নিষেধ করে। তখন দূঃখে অভিমানে আনন্দ বিকেলে আড়াইহাজার থানার সামনে অবস্থান নিয়ে গায়ে অগ্নীসংযোগ করার জন্য কেরোসিন ঢালেন।
এ সময় খবর পেয়ে থানার ওসি আজিজুল হক হাওলাদার এসে তাকে ধরে ফেলেন এবং থানায় নিয়ে যান। তাকে গোসল করিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং জিজ্ঞাসাবাদে এ সব তথ্য জানান ওই যুবক। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবক আনন্দ থানা হেফাজতে রয়েছেন।









Discussion about this post