আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ত্রাস, আন্ত:জেলা ডাকাত দলের হোতা কূখ্যাত ডাকাত মুকুল (৪০) কে বিক্ষুব্ধ এলাকাবাসি কুপিয়ে ও পিটিয়ে হাতপা ভেঙ্গে দিয়ে গুরুতর আহত করেছে। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে।
এলাকাবাসি জানায়, বহু ডাকাতি মামলার আসামী উপজেলার মরদাসাদী গ্রামের কাবিল ডাকাতের ছেলে মুকুল ডাকাত বর্তমানে এলাকার ত্রাস। তার নেতৃত্বেই উপজেলার সর্বত্র ডাকাতির ঘটনা গুলো ঘটছে। সে দিনের বেলা আত্মগোপনে থাকে এবং রাতে বিভিন্ন এলাকার ডাকাত সদস্যদেরকে জড়ো করে উপজেলার বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনাগুলো ঘটিয়ে থাকে। বিক্ষুব্ধ এলাকাবাসি তাকে এমন একটি পরিস্থিতি করার জন্য সুযোগ খূঁজছিল। ঘটনার সময় মুকুল তার বসত ঘরে অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে তাকে গণপিটুনি দেয় ও কুপিয়ে জখম করে।
সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, মুকুল একজন কূখ্যাত ডাকাত। বর্তমান সময়ের ডাকাতির হোতা সে এবং তার নেতৃত্বেই আড়াইহাজারের বিভিন্ন এলাকায় ডাকাতি গুলে সংঘটিত হয়ে থাকে। সে এখন পুলিশের হেফাজতে চিকিৎসাধীন থাকবে ।








Discussion about this post