নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলার পর ছুরিকাঘাতে সাকিব (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সাকিব ফতুল্লার দাপা রেলস্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা রুবেল ওরফে সুমন মিয়ার ছেলে।
শনিবার (২৫ জুন) রাতে ফতুল্লার রেলস্টেশন প্ল্যাটফর্ম মসজিদের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ১৫ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের একটি দল রেলস্টেশন প্ল্যাটফর্ম মসজিদের পেছনের গলিতে সাকিবকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় সাকিবের বড় ভাই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু সাংবাদিকদের কে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম।








Discussion about this post