৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পশ্চাৎদেশে রড ঢুকানো এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান
শনিবার (২৫ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ তাকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
আহত ব্যক্তির নাম মো. সুমন (৩৮)। তার শারীরিক অবস্থা খারাপ থাকায় পরিচয় ও ঘটনার বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক মশিউর রহমান জানান, ৯৯৯ এর ফোন পেয়ে পুলিশ মো. সুমন নামে ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার পশ্চাৎদেশে রড ঢুকানো ছিল। সে অজ্ঞান থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি। তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।









Discussion about this post